Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

অত্র উপজেলায় ৩টি আশ্রয়ণ/ আবাসন  প্রকল্পের কার্যক্রম সমবায় বিভাগ কর্তৃক পরিচালনা করা হচ্ছে।

 

ক্রঃ নং

আশ্রয়ণ/ আবাসন  প্রকল্পের নাম

পুনর্বাসিত পরিবারের সংখ্যা

০১

নন্দন কোনা আশ্রয়ণ/ আবাসন  প্রকল্প

৩০ টি

০২

চরগল গুলিয়া আশ্রয়ণ/ আবাসন  প্রকল্প

২০ টি

০৩

দঃ রাঙ্গামালিয়া আশ্রয়ণ/ আবাসন  প্রকল্প

২০ টি

 

সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) প্রকল্পঃ

 

            এছারা দারিদ্র বিমোচনের লক্ষ্যে জিওবি এর অর্থায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কর্তৃক বাস্তবায়নাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) নামে একটি প্রকল্প সমবায় বিভাগ কর্তৃক পরিচালিত হচ্ছে। উক্ত প্রকল্প কর্তৃক গঠিত ৬০টি সংগঠনকে আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের উদ্দেশ্যে নিম্নবর্ণিক সুবিধাদি প্রদান করা হচ্ছেঃ-

 

১.         শিক্ষিত বেকার যুবক যুবতীদের উপজেলাস্থ জাতিগঠনমূলক বিভাগুলি কর্তৃক প্রশিক্ষণ প্রদান (প্রতি বিষয়ে ৩দিন ব্যাপী)

২.         সেলাই ও দর্জি বিদ্যা, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ও পাইপ ফিটিং বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কোটবাড়ি, কমিল্লায় ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান।

 

            উল্লেখ্য যে, অত্র উপজেলায়ইতোমধ্যে সেলাই ও দর্জি বিদ্যা, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ও পাইপ ফিটিং বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কোটবাড়ি কুমিল্লায় ২১ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

            এছাড়া সমবায় ব্যবস্থাপনা, হাঁস মুরগী ও গবাদি পশু পালন, প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক এবং সমিতির হিসাব রক্ষণ এর উপর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।